পবায় ‘চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জনসচেতনতামূলক, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত ‘চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতায় প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নন্দন কুমার সরকার। ‘চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতায় সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান, আব্দুস সালাম এবং মফিজুর রহমান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শুরুতে জনসচেতনতামূলক, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
জনসচেতনতামূলক, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা শেষে ৩ জন বিজয়ী ছাত্র/ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দসহ শতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল।