পবায় গ্রাম পুলিশদের ইউপি কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে ইউনিয়ন পর্যায়ে মাঠ সংযুক্তি কর্মসূচির আওতায় পারিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়েছে।
বুধবার দুপুরে পারিলা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান সাঈদ আলী। এসময় তিনি গ্রাম পুলিশদের ভবিষ্যৎ কর্মজীবনে দায়িত্ব পালনের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ হলো প্রতিটি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই এই বাহিনী ইউনিয়ন পরিষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, ইউএনও অফিসের এও কায়সার আলমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের কারিকুলামে মাঠ সংযুক্তি কর্মসূচির মাধ্যমে সরেজমিনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রত্যক্ষকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অফিস ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, কর নিরূপণ ও আদায়, ক্যাশ বই সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়েছে।