ঢাকা | মে ২৩, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে পানানগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:35 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে উৎসব মুখর পরিবেশে পানানগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পানানগর ইউনিয়ন বিএনপি আয়োজনে তেবিলা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

প্রধান অতিথি বিশ্বনাথ সরকার বলেন, ইউনিয়ন ওয়াড পর্যায়ে বিএনপির বিপুল সংখ্যক নেতা ও কর্মী রয়েছেন। সবই তো পদ পদবী পাবে না। তারেক রহমানের কাছে একজন নেতা যেমন একজন কর্মীও তেমনই গুরুত্ব বহন করে।

তাই যারা ত্যাগী, ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন, জেল জলুম সহ্য করে মাঠে সরব রয়েছেন। তারাই পদে আসবেন। এতে কোন ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যেতে হবে।

এর আগে তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

উক্ত কাউন্সিল অধিবেশনে উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জুবায়েত হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য তাজমুল তান টুটুল, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, জেলা বিএনপির সদস্য তোফায়েল হোসেন রাজু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খানসহ প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS