ঢাকা | মে ২৩, ২০২৫ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

তানোর ও ভোলাহাটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:03 pm

তানোর ভোলাহাট প্রতিনিধি: রাজশাহীর তানোর ও চাঁপাইয়ের ভোলাহাটে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ।

ভোলাহাট প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ভোলাহাট থানার এসআই খাইরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তৈমুর হোসেন, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইইসলাম ও চাঁনশিকারী কোম্পানি কমান্ডার সুবেদার ইদ্রিস আলী।

Hi-performance fast WordPress hosting by FireVPS