ঢাকা | মে ২৩, ২০২৫ - ৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে দুজনের মরদেহ উদ্ধার

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:41 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি মসজিদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) এবং জেলার গোমস্তাপুর উপজেলা থেকে মো. সাগর (২৩) নামের বাকপ্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার হয়। সাগর গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার আফতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে নাচোল সদর ইউনিয়নের গনইর গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদ থেকে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মরদেহের কপালে জখমের মতো একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাহ্যিকভাবে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ওই ব্যক্তি ভবঘুরে শ্রেণির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কেউ তাকে শনাক্ত করতে পারেনি।

তিনি বলেন, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইমসিন ইউনিট মরদেহ থেকে আলামত সংগ্রহ করেছে। অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন,

বৃহস্পতিবার সকালে বাড়ির আঙ্গিনায় একটি আমগাছের ডালের সঙ্গে সাগরের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে সাগর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।  এই দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS