ঢাকা | মে ২২, ২০২৫ - ৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জের চৌহালীর চরে কৃষককে হত্যা করে গরু লুট

  • আপডেট: Wednesday, May 21, 2025 - 10:57 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুরের কাউলিয়ার যমুনা চরের একটি অস্থায়ী খামারে তারা মিয়া (৬৫) নামে কৃষককে শ্বাসরোধে হত্যা এবং তার নাতিকে বস্তাবন্দি করে রেখে ৩টি গরু লুট করে করে নিয়ে গেছে একটি ডাকাত দল।

বুধবার গভীর রাতে এ ঘটনা। নিহত কৃষক তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার  ছেলে।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, চাষাবাদ ও গরু পালনের উদ্দেশে তারা মিয়া তার নাতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়ার চরে অস্থায়ী ঘর (ছাপড়া) তৈরি করে বসবাস করছিলেন।

বুধবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ওই ঘরে ঢুকে প্রথমে নাতি ইব্রাহিমকে বস্তাবন্দি এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এরপর খামার থেকে ৩টি গরু লুট করে নৌকাযোগে ডাকাতদল পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনাটি নির্জন ও চরাঞ্চলে ঘটেছে।

ডাকাতদল ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুইটি গরু নিতে পারেনি। দুটিকে অন্যত্র পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS