ঢাকা | মে ২২, ২০২৫ - ৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে গোসাঁই আশ্রমে গোলাগুলির ঘটনায় আটক

  • আপডেট: Wednesday, May 21, 2025 - 10:28 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইয়ের আশ্রমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় উপজেলার নওপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল আলী (৩০) ও মনিহারপুর গ্রামের রেজুর ছেলে আবদুল জাব্বার (৪৫) নামে দুই জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। তাদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে রুবেলকে ও বুধবার দুপুরে মনিহার পুর গ্রামে অভিযান চালিয়ে আবদুল জাব্বারকে আটক করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান জানান, আশ্রমে গোলাগুলির ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে রুবেল ও জাব্বারকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS