রহনপুরে সরকার ডেইরি ফ্রামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার সরকার ডেইরি ফ্রাম-এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে গরুর ফ্রার্মের খডের পালায় এই আগুনের সূত্রপাত ঘটে।
সরকার ডেইরি ফ্রার্ম-এর সত্বাধিকারী মুসলেহ উদ্দীন সরকার বলেন, গত মঙ্গলবার রাতে আমার অটো রাইস মিলের কর্মরত কর্মচারিরা গরুর খামারে ধোয়া দেখতে পেয়ে আমাকে অবহিত করে। তৎক্ষণাত আমি গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে । অগ্নিকাণ্ডে প্রায় গরুর খাওয়ার খড় ৮২ হাজার টাকা। সিসি ক্যামেরা, আইপিএসসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ পনেরো হাজার টাকা বলে জানা গেছে।