নগরীতে টানা বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: বুধবার সন্ধ্যার পরে নগরীতে শুরু হওয়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন মানুষ। রাত সোয়া ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এই বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাত ৮টা ৪০ মিনিটে রাজশাহীতে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টি ছিলো কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষুলধারে। রাজশাহী আবহাওয়া অফিস রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করে ৪৬ মিলিমিটার। বৃষ্টিতে নগরীর বিভিন্ন রাস্তা ও নীচু এলাকাগুলোতে পানি জমে যায়। এই বৃষ্টিতে মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়।
বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাসাবাড়ি ও রাস্তার পাশে জমে থাকা পানি নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকাবাসি। মশার উপদ্রব রোধে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জরুরী ভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবী তাদের।
রাত সাড়ে ১০ টায় নগরীর বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, গনকপাড়া, রেলগেট, স্টেশন, বর্নালী মোড়, উপশহর, কোর্টস্টেশন, হড়গ্রাম, মহিষবাথান, ভেড়িপাড়া মোড়, সিএন্ডবি, লক্ষিপুর, রামেক হাসপাতালের সামনে, বোয়ালিয়া থানার মোড়, পঞ্চপটি, কেদুর মোড়, বালিয়াপুকুর, ভদ্রাসহ বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় পানি জমে যায়। স্থানিয়রা অভিযোগ করেন ড্রেনগুলো দীর্ঘদিন পরিস্কার না করার কারনে পানি সহজে না নামায় দুর্ভোগ আরো বাড়ে।
সপুরা এলাকার ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন পর টানা বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও জলাবদ্ধতার কারনে মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের নিচু এলাকার ড্রেনগুলো নিয়মিত পরিস্কার করলে বৃষ্টির পরের এই দুর্ভোগ অনেকটা লাঘব হয়।
এদিকে বৃষ্টির এ প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিন বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।