ঢাকা | মে ২২, ২০২৫ - ৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

চোখে স্বপ্ন নিয়ে প্রবাস থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাঘার চঞ্চল

  • আপডেট: Wednesday, May 21, 2025 - 10:22 pm

 বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের মালোশিয়া প্রবাসী শাহ্ আলম চঞ্চল-এর স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে ভাগ্য ফেরাবেন। শেষ করবেন পরিবারের অস্বচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে গেল।

একটি  দুর্ঘটনায় মারা গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। মৃত্যুর ২১ দিন পর গতকাল বুধবার সকালে চঞ্চলের লাশ বাড়িতে আনা হয়। এসময় মা, বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

নিহত মালোশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের জফির উদ্দিন মৃধার একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা সাথী বেগম ও বাবা জফির উদ্দিন।

পরিবার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে জীবিকার সন্ধানে মালোশিয়া পাড়ি দেন চঞ্চল। প্রবাস জীবন ভালোই চলছিল তার। কিন্তু হঠাৎ গত ৩০ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভেকু মেশিনের ধাক্কায় মালয়েশিয়ায় মারা যান তিনি।

অবশেষে মৃত্যুর ২১ দিন পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় গত মঙ্গলবার সন্ধ্যায় নিহত শাহ আলম চঞ্চল-এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সেখান থেকে গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। পরে সকাল ১০টায় জানাজা নামাজ শেষে তাদের মহদীপুর কবরস্থানে মহরহুমের লাশ দাফন করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS