অবশেষে স্থগিত হলো কবরস্থানের সভাপতি পদের সেই নির্বাচন

পাবনা প্রতিনিধি: দেশজুড়ে আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাবনার চাটমোহর উপজেলার সেই কবরস্থানের সভাপতি পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিকালে কবরস্থান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুল মতিন মাস্টার জানান, আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগে প্রার্ধী শরিফুল ইসলাম নির্বাচন স্থাগিত চেয়ে চাটমোহর থানায় আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি সভা করে এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছি। ২৪ মে এর আগেই গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে।
সভাপতি পদের প্রার্থী আব্দুল কুদ্দুস বলেন, নির্বাচন স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি। সবাই বসে আলোচনার মাধ্যমে সভাপতি নির্বাচিত করলে আমার কোনো আপত্তি নাই। অপর প্রার্থী শরিফুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজী হননি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে শুনেছে। এই নির্বাচন ঘিরে এলাকায় আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা ছিল। তারা নিজেরা সবার সম্মতিতে একটা গ্রহণযোগ্য কমিটি দিতে পারে তাহলে সেটাই ভালো হয়। তবে কেউ যদি এ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।