অনূর্ধ্ব-১৮ সাইকেলিং প্রশিক্ষণ শিবির শুরু

স্পোর্টস ডেস্ক: বিভাগীয় প্রশাসন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্দ্যোগে হাইটেক পার্কে ৭দিন ব্যাপী অনূর্ধ্ব-১৮ বালক বালিকাদের সাইকেলিং প্রশিক্ষণ শিবির বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছে। তাদের প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের প্রতিনিধি ও সাইকেলিং প্রশিক্ষক আশিকুর রহমান মিশুক।
তাকে সহযোগিতায় করেন শেখ মাহমুদুন নবী তুষার। এ সময় ফেডারেশনের নির্বাহী সদস্য আসাদ উদ দৌলা, বিভাগীয় ও জেলা পর্যাযের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।