ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১১:৪১ অপরাহ্ন

বাংলাদেশের দুটি ম্যাচের টিকিটের দাম ঘোষণা করল বাফুফে

  • আপডেট: Wednesday, May 21, 2025 - 7:27 pm

অনলাইন ডেস্ক: বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বনিম্ন ৪০০ টাকায় পাওয়া যাবে টিকিট।

বাফুফে ভবনের বোর্ড রুমে আজ সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে কম্পিটিশন কমিটি। ১০ ক্যাটেগরিতে ছেড়েছে টিকিট।

ঢাকার জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে। টিকিট ছাড়বে ২৩ মে। আর ভুটানের বিপক্ষে ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা।

এএফসি এশিয়ান কাপ বাছাইর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ হবে ১০ জুন। এই ম্যাচ দিয়ে সমিত সোমের বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ বাংলাদেশ খেলবে। বাংলাদেশ-ভুটান, বাংলাদেশ-সিঙ্গাপুর দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ-ভুটান ম্যাচের টিকিটের আপাতত সাধারণ গ্যালারির টিকিটের দাম ঘোষণা করেছে। বাকিটা পরে বিস্তারিত জানানো হবে।

আর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ৫০০০ টাকা। এই টাকায় খেলা দেখা যাবে করপোরেট বক্স ও হসপিটালিটি বক্সে বসে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০০০ টাকায় খেলা উপভোগ করা যাবে ভিআইপি ১ রেড বক্সে বসে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম

গ্যালারি দাম

সাধারণ গ্যালারি ৪০০

ক্লাব হাউস ২ ২০০০

ক্লাব হাউস ১ ২৫০০

স্কাই ভিউ ৩০০০

ভিআইপি ৩ (রেড বক্সের নিচে) ২৫০০

ভিআইপি ২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ২৫০০

ভিআইপি ১ রেড বক্স ৪০০০

করপোরেট বক্স ৫০০০

হসপিটালিটি বক্স ৫০০০