ঢাকা | মে ২২, ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা

  • আপডেট: Wednesday, May 21, 2025 - 11:01 pm

চাঁপাই ব্যুরো: টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও গীতা পাঠের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

অনুষ্ঠানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় প্রধান কার্যালয়, ঢাকার উপ-প্রকল্প পরিচালক (মাঠ সেবা) মদন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্মীয় নেতা শ্রী মহারাজ শ্যামকিশোর দাস গোস্বামি, মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সৌরভ দাস, অভিভাবক বৃষ্টি হালদার।

স্বাগত বক্তব্য রাখেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জের সহকারি প্রকল্প পরিচালক সোমা রায়। পরে গ্রুপভিত্তিক আলোচ্য বিষয়বস্তুর ওপর সুপারিশমালা উপস্থাপনা করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS