ঢাকা | মে ২১, ২০২৫ - ৫:১০ পূর্বাহ্ন

সিলেটের ব্যর্থতা মিরপুরের মাঠে ঘোচাতে চান অঙ্কন

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 7:42 pm

অনলাইন ডেস্ক: সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সাদা পোশাকে জয়ের স্বপ্ন দেখেছিলেন নুরুল হাসান সোহানরা। কিন্তু বাস্তবে হয়েছে উলটো। ড্রয়ের সম্ভাবনা দেখিয়েও শেষ মুহূর্তে ম্যাচ হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এবার মিরপুরে দুই দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ গড়াবে আগামীকাল থেকে। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

মিরপুরে অনুশীলন শেষে অঙ্কন বলেছেন, ‘দল হিসেবে আমরা খুবই ভালোভাবে শুরু করেছি। আশা করি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব। ওয়ানডেতে ভালো সময় কেটেছে। প্রথম টেস্টে আমরা সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।

শেষ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’ মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘সাদা পোশাকের ক্রিকেটে উইকেট অনেক বড় ভূমিকা পালন করে। সিলেটে আমরা অনেক দিন আগে থেকে ছিলাম, এ কারণে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিলাম।

আমাদের দলের সবাই জানেন, মিরপুরের উইকেট কেমন হয়, এজন্য কন্ডিশন নিয়ে অজানা কিছু নেই। কেমন চ্যালেঞ্জ আসতে পারে, সেটি আমরা জানি। সবমিলিয়ে আমরা ভালো কিছু করতে পারব বলে আশা করছি।’

মিরপুরে ভালো কিছুর বার্তা দিয়ে অঙ্কন বলেছেন, ‘চার দিনের ম্যাচ খেলতে হলে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচের প্রথম ইনিংসে আরো কিছু রান করতে পারতাম। লিড বড় হলে খেলাটা আরো সহজ হতো।

কিন্তু খেলায় যে কোনো কিছু হতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের সক্ষমতা রয়েছে। মিরপুরে ভালো কিছু করতে পারব।’ প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশের এই ক্রিকেটার বলেছেন, ‘বেশির ভাগ খেলোয়াড় থিতু হয়ে আউট হয়ে গেছেন। কেউই বড় রান করতে পারেননি, সোহান ভাই ছাড়া। ঐ ম্যাচে যেগুলো করতে পারিনি, এই ম্যাচে সেটি যেন করতে পারি, এই পরিকল্পনা রয়েছে।’

‘এ’ দলের খেলা নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন বলেছেন, ‘এটা অনেক উঁচু স্তরের জায়গা। বিভিন্ন দেশের বিপক্ষে এই বিভাগে খেলতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে পারব।

এরকম সিরিজ হলে বিভিন্ন দেশের বিপক্ষে খেলার সুযোগ হয়। জাতীয় দলে সরাসরি গিয়ে খেলার চেয়ে এখান থেকে খেলে গেলে সেই অভিজ্ঞতা আরো ভালো হয়। ঘরে ও বাইরে আশা করি এমন সিরিজ আরো বেশি হবে।’

Hi-performance fast WordPress hosting by FireVPS