শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা এবং পানিতে ডুবে নিহত দুই পরিবারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, কার্য নির্বাহী সদস্য ইমরান আলীসহ অন্যরা।