ঢাকা | মে ২১, ২০২৫ - ৩:৪৭ পূর্বাহ্ন

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের সমাবেশ

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 10:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃষ্টিতে ভিজেই মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল। এ সময় বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ তাহের, সাকিলুর রহমান সোহাগ প্রমুখ।

দুটি ঘটনায় অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে প্রশাসনের পদত্যাগের দাবি করে সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের সাম্য ভাইকে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করার এক সপ্তাহ পার হলেও ঢাবি প্রশাসন ও সরকার এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করতে পারে নাই।

এরই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনকে তার নিজ হলের পাশে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে না পারলে তাদের পদত্যাগ করতে হবে।’

প্রসঙ্গত, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী আরাফাত শাওন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS