রাবি চিকিৎসা কেন্দ্রে ইবনে সিনা ট্রাস্টের চেয়ার উপহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে সেবা গ্রহণে অপেক্ষমানদের বসার জন্য ইবনে সিনা ট্রাস্ট ৩৯টি চেয়ার উপহার দিয়েছে।
মঙ্গলবার দুপুরে চিকিৎসা কেন্দ্রে ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির নিকট ইবনে সিনা ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রাজশাহীর ইউনিট ইনচার্জ সাইদুর রহমান সাইদ চেয়ারগুলো হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, কেন্দ্রের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।