রাবির আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
এদিন সকাল ৯টায় রাবি সুইমিংপুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। এসময় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও অংশগ্রহণকারী হলের পতাকা উত্তোলন করা হয়।
এর আগে অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম স্বাগত বক্তব্য রাখেন।
প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপ¯ি’ত ছিলেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের ১৭ ও ছাত্রীদের ৪টি মোট ২১টি ইভেন্টে ১১টি হল দলের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় রাবি সুইমিংপুলে পুরস্কার প্রদান করা হবে।