বৈরী আবহাওয়ার কারণে দেশে অবতরণ করতে পারেনি অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান

কলকাতায় ফিরে গেছে বিমানটি
অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরে রানারআপ হয় বাংলাদেশ। গত ১৮ মে ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক ভারতের কাছে ৪-৩ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (২০ মে) দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের।
বিকাল ৫টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। দুপুর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট। ঢাকায় নামতে না পেরে কলকাতায় ফিরে গেছে বিমানটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ। কলকাতা থেকে তিনি জানান, ‘বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।’
আবহাওয়ার পরিস্থিতি উন্নতির পর ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে বলে জানানো হয়েছে।