ঢাকা | মে ২১, ২০২৫ - ১২:০১ পূর্বাহ্ন

বাসায় পাসপোর্ট রেখেই পিএসএল খেলতে গেলেন মিরাজ

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 8:23 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন।

সেখানে খেলতে মঙ্গলবার (২০ মে) দেশ ছাড়ার কথা তার। তবে এর আগেই একটি বিপত্তি ঘটেছে।

পাকিস্তানের উদ্দেশে বিমানে চড়ার জন্য সঠিক সময়ে বিমানবন্দরে হাজির হলেও পাসপোর্ট বাসায় রেখে এসেছিলেন মিরাজ। পরে বিষয়টি বুঝতে পেরে অন্য একজনকে বাসায় পাঠিয়ে পাসপোর্ট আনান ডানহাতি এই অলরাউন্ডার।

আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে খেলার জন্য মিরাজকে অনুমতই দিয়েছে বিসিবি। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলবেন। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার জায়গায় মিরাজকে নিয়েছে দলটি।

জাতীয় দলের ক্রিকেটাররা এখন আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত। এই সিরিজের অংশ না হওয়ায় পিএসএল খেলা নিয়ে তাকে কোনো বাধা দেয়নি বিসিবি।

এর আগে পিএসএলের চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

এর মধ্যে রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানও এই দলের হয়েই খেলছেন। এবার তার সঙ্গে যোগ দেবেন মিরাজ।

Hi-performance fast WordPress hosting by FireVPS