ঢাকা | মে ২১, ২০২৫ - ৩:১৮ পূর্বাহ্ন

বাঘায় ইট বোঝায় ট্রলি চায়ের দোকানে, আহত ভ্যান চালক

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 11:17 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝায় ট্রলি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দাঁড়িয়ে থাকা এক ভ্যান চালক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল  ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজার মোড়ে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের ভ্যান চালক মুনছুর আলী তেঁতুলিয়া বাজার মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় লালপুর থেকে ইট বোঝায় করা একটি ট্রলি পীরগাছার দিকে যাচ্ছিলেন।

হটাৎ ট্রলির চালক নিয়ন্ত্রন হারিয়ে ভ্যান চালককে ধাক্কায় দিয়ে হানিফ আলীর চায়ের স্টোলের মধ্যে ঢুকে যায়। এতে ভ্যান চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ঘটনাটি জানা নেই। তবে আইনী সহযোগিতা চাইলে সহযোগতা করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS