ঢাকা | মে ২১, ২০২৫ - ১:৪২ পূর্বাহ্ন

ফার্মগেটের হোস্টেলেগুলোর পরিবেশ আর কবে ঠিক হবে

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 8:06 pm

চিঠিপত্র

অনলাইন ডেস্ক: ফার্মগেট শুধু ঢাকার একটি এলাকা নয়, এটি শিক্ষার একটি প্রাণকেন্দ্র। এখানে রয়েছে হলি ক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএএফ শাহীন কলেজসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শুধু কলেজপড়ুয়াই নন, এই এলাকায় আশ্রয় নেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, কোচিং–নির্ভর মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী, বিসিএস ও অন্যান্য চাকরিপ্রত্যাশীরা। সবার লক্ষ্য একটাই—একটি সুন্দর ভবিষ্যৎ গঠন।

কিন্তু সেই ভবিষ্যতের পথে প্রথম ধাক্কা তাঁরা খান ফার্মগেটের হোস্টেলগুলোতে এসে। এসব হোস্টেলের নেই সরকারি নিবন্ধন, নেই ন্যূনতম পরিবেশগত মানদণ্ড। হোস্টেলে ভর্তির সময় মালিকেরা চটকদার ভাষায় প্রতিশ্রুতি দেন—সুস্বাদু খাবার, নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই, পরিষ্কার-পরিচ্ছন্ন রুমসহ আরও নানা সুবিধার।

কিন্তু বাস্তবতা যেন এক নির্মম ঠাট্টা। প্রতিদিন পাতলা ডাল, পচা ভাত, পুষ্টিহীন তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন বহু শিক্ষার্থী। অভিযোগ করলেও নেই কোনো সমাধান; উল্টো সহ্য করতে হয় হোস্টেল কর্তৃপক্ষের বাজে ব্যবহার ও অপমান। অথচ এসব হোস্টেলে প্রতিমাসে মাথাপিছু ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত গুনতে হয়।

ফলে তৈরি হয়েছে এক অমানবিক, নিয়মহীন, তদারকিহীন বাসস্থানব্যবস্থা, যেখানে নেই মানবিকতা। এই অমানবিক বাস্তবতার ভেতর দিয়েই প্রতিনিয়ত জীবন যাপন করছেন আমাদের ভবিষ্যৎ নির্মাতারা। অথচ এই শিক্ষার্থীরাই একদিন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কিন্তু তাঁদের জীবনের শুরুটাই হচ্ছে অবহেলা, অব্যবস্থা ও নিষ্ঠুর বাস্তবতার মধ্য দিয়ে। প্রশাসনের নাকের ডগায় এমন অবস্থার প্রতিনিয়ত চলমান থাকা সত্যিই দুঃখজনক। অথচ এসব হোস্টেলের তদারকিতে নেই কোনো কার্যকর পদক্ষেপ।

ভবিষ্যৎ প্রজন্ম যদি এমন পরিবেশে বেড়ে ওঠে, তাহলে শুধু তাদেরই নয়, গোটা জাতিকেই এর খেসারত দিতে হবে।

অতএব, শিক্ষার্থীদের এই অমানবিক জীবনের অবসান ঘটিয়ে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য হোস্টেল-ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

সূত্র: প্রথম আলো

Hi-performance fast WordPress hosting by FireVPS