ঢাকা | মে ২১, ২০২৫ - ৩:৫১ পূর্বাহ্ন

পোরশায় পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 11:19 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির হাট-বাজার ব্যবস্থাপনা, চামড়া সংরাক্ষণ ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। সভায় কুরবানির গরু বিক্রি থেকে সরকার নির্ধারীত টোলের বেশী আদায় না করার জন্য হাট ইজারদের সতর্ক করা হয়।

এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীদের যে কোন সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে সভায় আলোচনা করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকসহ কর্মকর্তাবৃন্দ হাট ইজারদার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS