ঢাকা | মে ২১, ২০২৫ - ৩:৩০ পূর্বাহ্ন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 11:15 pm

পাবনা প্রতিনিধি: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী শিক্ষার্থীদের দাবির মুখে একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

শেখ রাসেল ছাত্রাবাসের নাম ‘বিজয় ২৪ ছাত্রাবাস’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের নাম ‘আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস’ এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ নির্ধারণ করা হয়েছে। হলসমূহের নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, হলসমূহের হল সুপার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ অনেকে।

Hi-performance fast WordPress hosting by FireVPS