ঢাকা | মে ২১, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

পবায় মৃত দলিল লেখক পরিবারে চেক বিতরণ

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 10:07 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে মৃত দলিল লেখক পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা দলিল লেখক সমিতি সেডে মৃত দলিল লেখক পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সাব-রেজিস্ট্রি শাহীন আলী।

এরপর, সদ্য বিদায়ী উপজেলার সাব-রেজিস্ট্রি আয়েশা সিদ্দিকা ও মোহরা হালিমা বেগমকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এসময় পবা উপজেলা দলিল লেখক সমিতির মৃত দলিল লেখক মনিরুজ্জামান দুলাল, জামাল উদ্দিন, মিলন হোসেন পরিবারের হাতে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনারুল ইসলাম আবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা দলিল লেখক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আয়নাল হক, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সাদিকুজ্জামান কাজল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পবা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজ।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. নরুন্নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আহসান হাবিব বাবু, আইন বিষয়ক সম্পাদক মো. গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন রাজু, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবু জাফর এবং সদস্য পদে মো. শাহীন আলম, মো. ওয়াসিম খান ও মো. সূরুজ আলী।

Hi-performance fast WordPress hosting by FireVPS