ঢাকা | মে ২১, ২০২৫ - ৪:৫৮ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বিভিন্ন স্কুলের জন্য ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 10:54 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান আরও আকর্ষণীয় করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রধান অতিথি থেকে প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন ইউএনও মুর্শিদা খাতুন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৭টি ল্যাপটপ ও ৯৫ টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS