ঢাকা | মে ২১, ২০২৫ - ৪:৫৮ পূর্বাহ্ন

তানোরে কীটনাশকমুক্ত ফসল চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 11:06 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও সবজি চাষের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুরে পর্যন্ত তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় উক্ত কংগ্রেস সভার অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুল রহমান।

তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক উম্মে ছালমা, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ মিঞা, উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন, পাটনার প্রকল্প রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ প্রমুখ। তানোর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও স্ববজী চাষ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণসহ কৃষি বিষয়ে প্রশিক্ষন প্রদান করান তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন।

এ সময় তানোর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসারগন ও তানোর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS