চীনে যাবে চাঁপাইয়ের ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।
মঙ্গলবার সকালে তিনি জেলার শিবগঞ্জে রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক আলোচনাসভায় অংশ নেন তিনি।
সভায় আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। মান ও প্যাকেজিংয়ে উন্নতি এনে আমরা বৈদেশিক বাজারে অবস্থান শক্ত করতে চাই। এ বছর চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় পর্যায়ে আম নীতিমালা প্রণয়ন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আধুনিক প্রসেসিং সুবিধা, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।
রপ্তানির প্রসারে আগামী মাসে বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের চাঁপাইনবাবগঞ্জে এনে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এতে এখানকার সুমিষ্ট আমের বিশ্বব্যাপী প্রচার ও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইপিবি ভাইস চেয়ারম্যান।
ভারতের সঙ্গে স্থলপথে চলমান রপ্তানি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে। চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইপিবির পণ্য পরিচালক মো. শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।