চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরের মোল্লামোড় এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালিনগর মিলপাড়া গ্রামের আবু বাক্কারের ছেলে আজিজুল ইসলাম।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মারুফুল আলম জানান, ২০২২ সালে মাদক সরবরাহের অভিযোগে মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হাতেনাতে ধৃত হয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়।
বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে আসামি পলাতক ছিল। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি দল সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপর ইউনিয়নের মোল্লামোড় এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।