ঢাকা | মে ২১, ২০২৫ - ৪:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ২ কৃষকসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট: Tuesday, May 20, 2025 - 10:25 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবঞ্জ পৌর, সদর ও শিবগঞ্জ উপজেলায় ব্রজপাতে দুই কৃষকসহ তিনজন মারা গেছেন। মারা গেছে তিনটি গরুও। গতকাল মঙ্গলবার বিকালে বজ্রসহ বৃষ্টির সময় এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবঞ্জ পৌর ১২ নং ওয়ার্ডেও চরমোহনপুর এলাকার মৃত আশরাফুল ওরফে মেঘুর ছেলে খাাইরুল ইসলাম (৪৭), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপর সুন্দরপুর গ্রামের বিশারত ওরফে বিষু হাজীর ছেলে তাজবুল ইসলাম ওরফে তাসবুর (৪৮) এবং ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হটাৎপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৭০)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর চরমোহনপুর এলাকায় বাড়ির অদূরে একটি মাঠে ধান কাটার সময় নিহত হন খাইরুল। অপর দিকে সদর উপজেলার  ৮ নং ওয়ার্ডের শিশারটোক নামক এলাকায় মাঠে গরু চরানোর সময় মারা যান শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের তাসবুর।

এ সময় তার সাথে থাকা ৩টি গরুও মারা যায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৪ নং বাঁধ এলাকায় বাড়ির অদূরে  ধানের জমিতে কাজ করার সময় মারা যান জালাল উদ্দিন।

পুলিশ মরদেহগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায়  সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS