আমগাছে ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় শুভ আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বাজুখলসী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। শুভ রাজশাহী সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার ভোরে ফসলের মাঠ থেকে ফেরার সময় আমগাছে শুভর মরদেহ দেখতে পাই। পরে তার পরিবার ও প্রতিবেশীদের খবর দেই। পরে থানার পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে আমগাছ থেকে শুভর মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সুত্রে জানা যায়, হাত খরচের টাকা নিয়ে শুভর সঙ্গে তার বাবা মার বাকবিতন্ডা হয়। পরে টাকা দিতে চাইলেও অভিমান করে সে বাড়ি থেকে বের হয়।
পরিবারের ধারণা অভিমান করে সোমবার দিবাগত রাতে হয়তো কোন এক সময় আমগাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করে শুভ। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে পরিবারের ওপর অভিমান আত্মহত্যা করতে পারে। তবে কারোর কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা