আবারো ইইউ’র নিষেধাজ্ঞার কবলে পরলো রাশিয়া

অনলাইন ডেস্ক: ইইউ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ‘ছায়া বহর’ তেলের ট্যাঙ্কারগুলোকে টার্গেট করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় মস্কোর জন্য আরো শাস্তির হুমকি দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক্সে- লিখেছেন, ‘ইইউ রাশিয়ার বিরুদ্ধে তাদের ১৭তম নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে প্রায় ২শ’টি ছায়া নৌবহর জাহাজ।’
তিনি আরো বলেছেন, ‘রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের কাজ চলছে। রাশিয়া যুদ্ধ যত দীর্ঘ চালাবে, আমাদের প্রতিক্রিয়া তত কঠোর হবে।’
ক্রেমলিনের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো কয়েক সপ্তাহ ধরে পাইপলাইনে রয়েছে এবং গত সপ্তাহে ইইউ দেশগুলো ইতোমধ্যেই এটি অনুমোদন করেছে।
ইউক্রেনে যুদ্ধবিরতিতে পিছপা হওয়ার জন্য নেতারা মস্কোকে ‘ব্যাপক নিষেধাজ্ঞার’ হুমকি দেওয়ার পর ব্রাসেলস ইতোমধ্যেই নতুন পদক্ষেপের একটি আলোচনার টেবিলে রেখেছে।
১৭তম প্যাকেজে মস্কোর তেল রপ্তানির ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে রাশিয়ার ‘ছায়া বহরের’ প্রায় ২শ’টি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা রয়েছে।
এরমধ্যে আরো কয়েক ডজন রুশ কর্মকর্তার সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ অন্তর্ভুক্ত ছিল।
এছাড়াও, ইইউ ব্লকে ‘হাইব্রিড আক্রমণ’-এর অভিযোগে রাশিয়াকে লক্ষ্য করে আরো ব্যবস্থা গ্রহণ করেছে।
সূত্র: বাসস