হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক: জেলার বাহুবল উপজেলায় আজ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার চারগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামকস্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র: বাসস