ঢাকা | মে ২০, ২০২৫ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

সাপের কামড়ে শিশুর মৃত্যু বড়াইগ্রাম

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:42 pm

নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সাপের কামড়ে আদরী খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এর আগে একই দিন বিকালে নিজ বাড়িতে খেলার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। নিহত আদরী খাতুন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আল আমিনের মেয়ে। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে আদরী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।

Hi-performance fast WordPress hosting by FireVPS