ঢাকা | মে ২০, ২০২৫ - ২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরের আবাদপুকুর কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:24 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের আবাদপুকুর কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, ছাত্রদের উপস্থিতি, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব পালন নিশ্চিত করার লক্ষে গতকাল সোমবার দুপুরে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান হিটলারের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।

এছাড়া অন্যদের মধ্যে প্রভাষক রফিকুল ইসলাম, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, সুদর্শন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া, শিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান খানম, রাজাপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার রেজাউল ইসলাম, অত্র কলেজের দাতা সদস্য ওসমান আলী সরদার ও আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মঞ্জুরুল আলম, খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক অখিল চন্দ্র সরকার।

Hi-performance fast WordPress hosting by FireVPS