ঢাকা | মে ২০, ২০২৫ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়

  • আপডেট: Monday, May 19, 2025 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পটি নগরীর কাজীহাটা রোডের দক্ষিণ পার্শ্বে নির্বাচন অফিস সংলগ্ন ছয় তলা মূল ভবনটি ১৬.৯৭ শতাংশ জমির ওপর বাস্তবায়িত হবে। যার মোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৬৪ লাখ টাকা।

এই প্রকল্পটি শুরু হয়েছিল ২০২৪ সালের ১ এপ্রিল এবং মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ১ জুন। এই ভবনের প্লিন্থ এরিয়া ৪৬২৬.২০ বর্গফুট এবং মোট ফ্লোর এরিয়া ২৯১২১.২০ বর্গফুট। গতকাল সোমবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত ভবণ নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন।

এসময় দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান, প্রকল্প পরিচালক কামরুজ্জামান।

মতবিনিময় সভার শুরুতেই গণপূর্ত বিভাগ-১ এর বাস্তবায়নাধীন দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম।

Hi-performance fast WordPress hosting by FireVPS