ব্যবসায়ী ঐক্য পরিষদের সাথে ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভা

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার ভদ্রাস্থ দারুচিনি রেস্টুরেন্টে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দের সহিত ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহম্মেদ।
সভায় ব্যবসায়ীদের সার্বিক সমস্যাবলী নিয়ে বিশদ আলোচনা হয় এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদকে আরও শক্তিশালী ও বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং আরডিএ মার্কেটের সভাপতি আলহাজ্ব ফরিদ মামুদ হাসান। তিনি তার বক্তব্যে বলেন ঐক্যই শক্তি, ঐক্যের কোন বিকল্প নাই।
তিনি দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আরও বক্তব্য রাখেন ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক বিপ্লব রহমান নাইম, সহ-সভাপতি আফসার আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতন ,উপদেষ্টামণ্ডলীর সদস্য তাহের হোসেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি শফিকুর রহমান রিপন, সহ-কোষাধ্যক্ষ মুন্সি শাহরিয়ার কবীর, শামসুজ্জামান মিঠু। সভাটি পরিচালনা করেন এবিএম মনোয়ার সুলতানা মানু।