ঢাকা | মে ২০, ২০২৫ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় চায়ের দোকান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:19 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের জনৈক নিলটনের চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে থানার এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের পরনে লাল রঙ্গের পায়জামা ও ব্লাউজ ছিল। গত রোববার দিবাগত রাতের যে কোন সময় মহিলাটি মারা গেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই গাউসুল আজম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন এবং গতকাল সোমবার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও তিনি জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS