ঢাকা | মে ২০, ২০২৫ - ২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

পুকুরে ফেলে শিশুকে হত্যা, মা গ্রেপ্তার

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:45 pm

সিরাজগঞ্জ প্রতিনধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোহাম্মদ আলী নামে ৩ মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার সুবর্ণসাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, রোববার রাত থেকে হঠাৎ মনিজা খাতুন ও তার শিশু সন্তানকে খুঁজে পাচ্ছিল না স্বজনরা।

সোমবার সকালে মাইকিং করেন তারা। পরবর্তীতে পৌর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে মনিজা খাতুনকে পাওয়া যায়। এরপর তার দেয়া তথ্য মতে পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে গ্রেপ্তার মনিজা খাতুনের মানসিক সমস্যা রয়েছে।     স্বজনরা জানান, দেড় বছর আগে উপজেলার তামাই কলিয়াপাড়ার জানবক্সের ছেলে ইসহাক আলী মনিজা খাতুনকে বিয়ে করেন।

সন্তান প্রসবের জন্য ৪ মাস আগে সুবর্ণাসাড়া গ্রামে বাবার বাড়ি যান তিনি। সন্তান জন্মের পরও তিনি বাবার বাড়িতেই ছিলেন। মাথায় আঘাত পাওয়ায় মনিজা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। যে কারণে এমন কাণ্ড করেছেন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS