ঢাকা | মে ২০, ২০২৫ - ২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

  • আপডেট: Monday, May 19, 2025 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার পবায় প্রান্তিক পেশাজীবী মানুষের জীবনমান উন্নয়ন প্রকল্প’র আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে জানানো হয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠী পারিবারিক ও সামাজিক ভাবে চরম অবজ্ঞা এবং বৈষম্যের শিকার। মানুষ হিসেবে তারা মৌলিক অধিকারবঞ্চিত।

জীবন প্রত্যাশা বলতে তাদের কিছুই নেই। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এই জনগোষ্ঠীর টিকে থাকা এক বড়ো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দেশের অসহায়, নিগৃহীত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি, ব্যক্তিগত অনুদান ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান’র সঞ্চালনায় সেমিনারের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন)  ফিরোজ কবির।

উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন, সহকারী পরিচালক বায়েজীদ হোসেন ওয়ারেছী, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বিএমডিএর উপজেলা প্রকৌশলী জামিলুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী। সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS