ঢাকা | মে ২০, ২০২৫ - ৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

নিবন্ধন বাতিল হওয়ায় আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না – ইসি মাছউদ

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না।

 সোমবার সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা দেয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী অংশ নিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS