ঢাকা | মে ২০, ২০২৫ - ২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে কোল্ড স্টোরেজের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:28 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় অবস্থিত রায়হান কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ অভিযান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের সামনে কতিপয় ব্যক্তি কয়েক মাস পূর্বে বাঁশের বেড়া প্রদান করেছিল।

তাতে রায়হান কোল্ড স্টোরেজের স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত ঘটছিল। রায়হান কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারীদের আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সকল প্রকার অবৈধ বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার সাজ্জাদ হোসেন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, রায়হান কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড একটি শিল্প প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সাথে কৃষকদের জীবন ও জীবিকা জড়িত।

রায়হান কোল্ড স্টোরেজ সামনে কতিপয় ব্যক্তি সড়ক ও জনপদ বিভাগ এবং কোল্ড স্টোরেজের জায়গা দখল করে বাঁশের বেড়া প্রদান করে। তাতে কোল্ড স্টোরেজের স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত ঘটছিল মর্মে আবেদনের প্রেক্ষিতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো বলেন, আলুচাষ এবং আলু ব্যবসার ওপর এ অঞ্চলের বিপুল সংখ্যক কৃষকের রুটি-রুজি নির্ভর করে। এ বছরে কোল্ড স্টোরেজের কম ধারণক্ষমতার কারণে অনেক আলু নষ্ট হয়ে গেছে যা অত্যন্ত দুঃখজনক।

সার্বিক বিবেচনায় যারা অবৈধভাবে সড়ক ও জনপথের যায়গা দখলের পাঁয়তারা করছেন, তারা কেবল ভূমি জবর দখলের অন্যায়ই করছেন না, বরং কৃষি উৎপাদন ও সংরক্ষণ এর বিষয়েও বিঘ্ন ঘটাচ্ছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS