একান্নবর্তী রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা পেলেন যে চারজন

অনলাইন ডেস্ক: একান্নবর্তী রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা ২০২৫’ পেয়েছেন চারজন। ১৭ মে বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সম্মাননা প্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- কবি, গীতিকার ও প্রাবন্ধিক মতেন্দ্র মানখিন, কথাসাহিত্যিক হাসান অরিন্দম, চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সঙ্গীতা এবং শিশুসাহিত্যিক (মরণোত্তর) রাইদাহ গালিবা কুইন।
একান্নবর্তীর সম্পাদক শেলী সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং বাংলা একাডেমি পুরস্কাপ্রাপ্ত কথাসাহিত্যিক রফিকুর রশীদ।
রাইদাহ গালিবা কুইনের মা কথাসাহিত্যিক কানিজ পারিজাত বলেন, ‘আয়োজকদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রাইদাহ গালিবা কুইনকে শিশুসাহিত্যে মরণোত্তর পুরস্কার প্রদানের জন্য! অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেলী সেনগুপ্তাকে।’