ঢাকা | মে ২০, ২০২৫ - ৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

উদ্বোধনের অপেক্ষায় ভোলাহাট ফিলিং স্টেশন

  • আপডেট: Monday, May 19, 2025 - 9:48 pm

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবশেষে বহু খড়কুটো পুড়িয়ে বাস্তবে রূপ নিয়ে শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় ‘ভোলাহাট ফিলিং স্টেশন’। এটির কার্যক্রম শুরু হলে যান চলাচলের জ্বালানি তেলের ও গ্রাম-গঞ্জের পা-ফাঁটা মানুষগুলোর কৃষিকাজে ব্যবহৃত ডিজেল-মবিলের সহজলভ্য হবে।

বলা হয়, ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলামোড়। আর এই জনগুরুত্বপূর্ণ জায়গায় প্রয়োজন ছিলো বিশেষ করে যন্ত্রচালিত যানবাহনের জন্য জ্বালানি তেলের।

সে অভাব অবশেষে ভোলাহাটে পূরণ করলেন, উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম খালেআলমপুর গ্রামের মৃত পাতানু মহাজনের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল লতিব। ফিলিং স্টেশনটি সন্ন্যাসীতলা মোড় দক্ষিণে অবস্থিত। যার নাম দেয়া হয়েছে ‘ভোলাহাট ফিলিং স্টেশন’।

সকল নিয়মনীতি মেনে যথাযথভাবে প্রক্রিয়া করেন গত ২০১০ সালে আবেদন করেন ফিলিং স্টেশন মালিক আব্দুল লতিব। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তা, বিভাগীয়, জেলা দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি ইঞ্জিনিয়ার সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বরে আবেদন মঞ্জুর হয়।

ফিলিং সেন্টার মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, ফিলিং সেন্টারের আবেদন মঞ্জুরি কাগজ-পত্রাদি পেয়ে মালিকপক্ষের নিজস্ব জায়গায় ফিলিং সেন্টারের কাজ শেষ হয়েছে। যা এখন দ্রুতগতিতে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

ফিলিং সেন্টার মালিক আব্দুল লতিবের কাছে ফিলিং সেন্টার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি সকল মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই ফিলিং সেন্টারটি যেনো ভোলাহাট উপজেলাসহ দেশ ও দশের জ্বালানি সমস্যার সমাধানে এ সেন্টারটি জ্বালানি বিষয়ক সর্বাবস্থায় কাজে লাগে।

Hi-performance fast WordPress hosting by FireVPS