কানে চলচ্চিত্র উৎসবের বাংলাদেশের ‘আলী’, লালগালিচায় হাঁটার অপেক্ষায় রাজীব

অনলাইন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে লড়তে চলেছে নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। এটিই দেশের প্রথম কোনো সিনেমা যেটি কানের অফিশিয়াল সিলেকশনের ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমা’ বিভাগে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে।
সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কানের লালগালিচায় হাঁটার অপেক্ষায় রয়েছেন পরিচালক আদনান আল রাজীব। এর আগে গত বছর প্রযোজক হিসেবে অংশ নিলেও এবার পরিচালক হিসেবে ভিন্ন অভিজ্ঞতার অপেক্ষায় তিনি।
রাজীব জানালেন, এখন অপেক্ষা শুধুই ‘আলী’ নিয়ে। দর্শক ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র সমালোচকেরা সিনেমাটিকে কীভাবে নেন, সেটাই এখন ভাবাচ্ছে তাকে। রাজীব গণমাধ্যমে বলেন, ‘এখন আমরা অপেক্ষা করছি সিনেমাটির প্রদর্শনীর।
এক দিন আগেই জানতে পেরেছি, আমাদের সিনেমাটির দুটি প্রদর্শনী হবে ২৩ মে। সেখানে আমরা টিমের সবাই একসঙ্গে উপস্থিত থাকছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।’