ঢাকা | মে ১৯, ২০২৫ - ৪:০৩ পূর্বাহ্ন

বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ

  • আপডেট: Sunday, May 18, 2025 - 10:51 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় রোববার সকালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহীর বাঘা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে থেকে নির্বাচিত ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্তরে নির্বাচিত ১৬জন জেলের মাঝে লটারীর মাধ্যমে এ বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি, বাঘা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, রাজশাহী জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মামুন আল হক, বাঘা পৌর মৎস্যজীবি দলের সভাপতি হামিদুল হক, আব্দুস সামাদ, আব্দুস সাত্তারসহ উপজেলা মৎস্যজীবি দলের বিভিন্ন নেতারা।

বকনা বাছুর পেয়ে খুশি হয়েছেন জেলেরা। জেলে অরুন হলদার জানান, লটারীতে আমার নাম  প্রথমেই উঠেছে। এতে আমি অনেক খুশি। এই বাছুর গরুটা বড় হলে  দুধ বিক্রি ও বংশ বিস্তারের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব হবে। এতে করে আমাদের সংসারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, মৎস্য শিকার নিষিদ্ধ সময়ে বেকার জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে, তারই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে মনিগ্রাম ইউনিয়ন ও পাকুড়িয়া ইউনিয়নের জেলেদের মাঝে এই বাছুর বিতরন করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS