ঢাকা | মে ১৯, ২০২৫ - ৩:৪৮ পূর্বাহ্ন

বাগমারায় গ্রাহকের টাকা নিয়ে উধাও সমিতি

  • আপডেট: Sunday, May 18, 2025 - 10:58 pm

ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বাগমারা প্রতিনিধি: বাগমারায় গ্রাহকের আমানতের তিন কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বেসরকারী এনজিও আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।

এ ঘটনায় ওই সমিতির সভাপতি মাষ্টার আক্কাছ আলী শেখ এবং তার দুই ছেলে সাধারণ সম্পাদক রায়হান আলী ও ম্যানেজার রানা আহম্মেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সন্ধ্যায় বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তিভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে কায়েদি আজম অভিযোগ করেন, গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামের বাসিন্দা মাষ্টার আক্কাছ আলী শেখ এবং তার দুই ছেলে রায়হান আলী ও রানা আহম্মেদ সম্প্রতি ভবানীগঞ্জ বাজারে ‘আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি চালু করেন।

এরপর শতাধিক লোকজনের কাছে থেকে প্রায় তিন কোটি টাকা আমানত সংগ্রহ করে অফিসে তালা দিয়ে লাপাত্তা হয়ে যান তারা। আত্নসাতের পন্থা অবলম্বন করে অল্প দিনের মধ্যে তারা অঢেল সম্পদের মালিক হয়েছেন। কিনেছে পাঁচটি ট্রাক। তেলিপুকুর বাজারে নির্মাণ করেছে বিলাসবহুল বাড়ি।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান, মাহাবুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, মতলেবুর রহমান, মুনসুর রহমান, আব্দুর রাজ্জাক, সেফাতুল্লাহ, মনিরুল ইসলাম ও জোসনা বেগমসহ ভুক্তিযোগী অর্ধশতাধিক গ্রাহক।

এদিকে এর আগে দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি সাংবাদিক আবু বাককার সুজন ও তার স্ত্রীকে ভালো এজেন্সির মাধ্যমে হজ পালনের কথা বলে ১২ লাখ টাকা নেয় প্রতারক আক্কাছ আলী শেখ এবং তার ছেলে রায়হান আলী।

পাশাপাশি সাংবাদিক সুজনের ছোট ভাই বাবাকে হজে পাঠানোর জন্য তাদের ৫ লাখ টাকা দেন। হজে না পাঠিয়ে তাদের ১৭ লাখ টাকা আত্নসাত করেছে অভিযুক্তরা। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ইউএনও এবং বাগমারা থানার ওসিকে জানান সাংবাদিক সুজন।

পরে এ নিয়ে সালিশি বৈঠকে টাকা ফেরত দেওয়ার জন্য তাদের দুটি চেক দেয়। কিন্তু সাংবাদিক সুজন ও আফজাল সংশ্লিষ্ট ব্যাংকে টাকা তুলতে গেলে চেক দুটি ডিজঅনার হয়।

এর জেরে প্রতারক বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে ১৮৮১ সালের নেগোসিয়েবল ইন্সট্রমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন সাংবাদিক সুজন ও তার ভাই আফজাল। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আক্কাছ আলী পর্যায়ক্রমে সকলের টাকা ফেরৎ দেয়া হবে বলে সাংবাদিকদের জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS