টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ’র বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: শনিবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর মিলনায়তনে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী খানের পি আর এল জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ জহুর আলী, কামরুজ্জামান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস হোসেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের জীবনী প্রামান্য চিত্র প্রর্দশন, ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা ও অনুভূতি বক্তব্য প্রদান করা হয়।