ঢাকা | মে ১৮, ২০২৫ - ৮:২৪ পূর্বাহ্ন

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:10 am

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ভুটভুটির চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী সাজেদুল ইসলাম সাজু (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার পাটপাড়া হাজীবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। সাজু উপজেলার উত্তরনাড়িবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, বনপাড়ার দিক থেকে গুরুদাসপুরে আসছিল বেটারি বহনকারী ওই ভুটভুটি।

পাটপাড়ার হাজীবাজার সড়কে ওভারটেক করতে গিয়ে ভুটভুটির চাকার নিচে পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী সাজু ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী ঘাতক ভুটভুটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। স্থানীয় সাবেক কাউন্সিলর মুঞ্জুয়ারা বেগম বলেন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। পারিবারিকভাবে লাশ দাফন করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS